আগামী ৭ এপ্রিল থেকে করোনার টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, এ পর্যন্ত টিকা গ্রহণের নিবন্ধন করেছেন ৩৬ লাখের বেশি মানুষ। আর টিকা দিয়েছেন প্রায় ২৪ লাখ মানুষ।
বিদেশগামীদের ব্যাপারে মন্ত্রী বলেন, করোনার টিকার দুটি ডোজ নেয়ার পরও বিদেশে গমনকারী যাত্রীদের করোনা নেগেটিভের সনদ প্রয়োজন হবে।
তিনি আরো বলেন, দেশব্যাপী ভ্যাকসিন প্রদানের জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। শিগগিরই শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হবে।
You must log in to post a comment.