পৃথিবীর দিকে এগিয়ে আসছে বিশাল এক গ্রহাণু। বলা হচ্ছে, যার আকার ‘স্ট্যাচু অফ লিবার্টি’র প্রায় দ্বিগুণ।
নাসা বলছে, ২২ ফেব্রুয়ারি এই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। যদিও এটির পৃথিবীতে ধাক্কা মারার কোনও আশঙ্কা নেই।
বলা হচ্ছে, গ্রহাণুটি পৃথিবী থেকে ৩০ হাজার মাইলের মধ্যে থাকবে। আকারে স্ট্যাচু অফ লিবার্টির দ্বিগুণ এই গ্রহাণুটির নাম ‘২০২০ এক্সইউ৬’। গ্রহাণুটি প্রায় ২১৩ মিটার লম্বা। গ্রহাণুটি প্রতি ঘণ্টায় ৩০ হাজার ২৪০ কিলোমিটার বেগে দৌড়াচ্ছে। অর্থাৎ, এটি এক ঘণ্টার মধ্যে পৃথিবী ভ্রমণ করতে পারবে।
বিজ্ঞানীরা বলে থাকেন, পৃথিবীর নিকটস্থ মহাকাশ অংশে প্রায় ১৮ হাজার গ্রহাণু ঘুরে বেড়ায়। তার মধ্যে মাত্র ১৮শ গ্রহাণু বিপজ্জনক। এর মধ্যে আবার ১৫০টি অত্যন্ত বিপজ্জনকের পর্যায়ে পড়ে।
বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, এগুলো মূলত মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী অংশেই পাওয়া যায় এবং এগুলো পৃথিবীর কোনও ক্ষতি করতে পারবে না। তবুও এই ধাবমান গ্রহাণুটির উপর বিশেষ নজর রাখা হচ্ছে।
সূত্র: জি নিউজ (ভারতীয় সংবাদমধ্যম)
You must log in to post a comment.