“বাংলাদেশ পুলিশ জাদুঘর, লালমনিরহাট” আগামী ২২ জুন উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহম্মেদ।
এটি দেশের প্রথম পুলিশ জাদুঘর। এ জাদুঘরটি লালমনিরহাটের হাতীবান্ধা থানার পুরাতন ভবনে অবস্থিত।জাদুঘরটি উদ্বোধন হলে পাল্টে যাবে এলাকার দৃশ্যপট। জাদুঘর দেখতে আসা দর্শনার্থীদের আগমন ঘটলে এ এলাকায় প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য, আলোকিত হবে মানুষজনের জীবনমান উন্নয়ন।
লালমনিরহাট জেলার ২৩তম পুলিশ সুপার হিসেবে গত ১৫ জানুয়ারী’২০২০ খ্রিস্টাব্দ তারিখে যোগদান করেন আবিদা সুলতানা বিপিএম, পিপিএম।
যোগদানের পর হাতীবান্ধা থানা পরিদর্শনে এলে থানা প্রাঙ্গনে থাকা পুরাতন ঐতিহ্যবাহী এই ভবণটিকে বাংলাদেশের পুলিশের ইতিহাস ও
ঐতিহ্য এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সংরক্ষণের কাজে লাগানোর চিন্তা করেন। এ সংক্রান্তে সুনিদিষ্ট ও বিস্তারিত পরিকল্পনা
গ্রহনে সহযোগিতা করেন লালমনিরহাট সহকারী পুলিশ সুপার বি-সার্কেল তাপস সরকার, তৎকালীন হাতীবান্ধা থানা ওসি ওমর ফারুক ও তার
বদলীর পর গত ২৬ আগষ্ট’২০২০ খ্রিস্টাব্দ তারিখে দায়িত্ব গ্রহণ করেন ওসি এরশাদুল আলম। এরপর রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস দেবদাস ভট্টাচার্য্য বিপিএম এবং বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজির আহমেদ বিপিএম(বার) সম্মতিক্রমে“ বাংলাদেশ পুলিশ জাদুঘর, লালমনিরহাট” প্রতিষ্ঠার কার্যক্রম ৩১ জানুয়ারী’২০২১ খ্রিস্টাব্দ তারিখে শুরু হয়।পরবর্তীতে লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানার নিবিড় তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয় “বাংলাদেশ পুলিশ জাদুঘর, লালমনিরহাট”। উক্ত জাদুঘরটিতে পুলিশের ইতিহাস, ঐতিত্য এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সংরক্ষণ করা হয়েছে।এ সংগ্রহশালায় ব্রিটিশ পুলিশ থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ পর্যন্ত তাদের পোশাক, যুদ্ধ সরঞ্জাম, অস্ত্র, পুলিশের পদবী,রণকৌশল সম্পর্কে ধারণা পাবেন দর্শনার্থীরা। এছাড়াও পাশের একটি ভবনে শিশু কর্নার স্থাপন করা হয়েছে। যেখানে আগত দর্শনার্থী ও তাদের সন্তানরা আনন্দ ও বিনোদন গ্রহণ করবেন। এ জাদুঘর ও শিশু কর্নারটি সর্বসাধারণের প্রবেশের জন্য উম্মুক্ত রাখা হবে।
হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক রোকনুজ্জামান সোহেল বলেন, দেশের প্রথম বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘর। স্বাধীনতা সংগ্রামে পুলিশ বাহিণীর কীর্তি স্মারক সংরক্ষনে এ জাদুঘর প্রতিষ্ঠিত
হয়েছে। এটি রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত। লালমনিরহাটে হল দেশের প্রথম পুলিশ জাদুঘর।এ জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগকে সাধুবাদ জানাই।
হাতীবান্ধা এসএস সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান বলেন,বাংলাদেশে প্রথম “বাংলাদেশ পুলিশ জাদুঘর, লালমনিরহাট” জেলার হাতীবান্ধা উপজেলায় উদ্বোধন হতে যাচ্ছে। ব্রিটিশ আমলে নির্মিত থানা ভবণটি সংস্কার করে এই জাদুঘর প্রতিষ্ঠিত।ব্রিটিশ
পুলিশ থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ পর্যন্ত পুলিশের ঐতিহ্য গাঁথা নির্দশনসমূহ জাদুঘরকে সমৃদ্ধ করেছে।এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
সম্পর্কে আদ্যপ্রান্ত জানা যাবে জাদুঘরের একনজর পরিদর্শনে।ভাগ্যবান হাতীবান্ধাবাসি দেশের ইতিহাসের এরকম একটি স্থাপনা পেয়ে।
জাদুঘরটির উদ্যোক্তা লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, এই জাদুঘরে পুলিশের বিভিন্ন সময়ে স্বারক ও তথ্য সকলের জন্য উম্মুক্ত করা হয়েছে।আগামী ২২ জুন এ জাদুঘরটি উদ্বোধন করবেন পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ স্যার।
নিউজবিজয়/এফএইচএন
শিরোনাম:-
বিজ্ঞপ্তি :-
“ ২২ জুন বাংলাদেশ পুলিশ জাদুঘর, লালমনিরহাট” উদ্বোধন, পাল্টে যাবে এলাকার দৃশ্যপট
-
মো: নূরল হক, নিউজবিজয় প্রতিবেদক:-
- আপডেট সময় : ১১:১৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- ৯২ বার পড়া হয়েছে ।
সম্পর্কিত বিষয় :
জনপ্রিয় সংবাদ