রংপুরের শ্রমিক অধ্যুষিত হারাগাছ পৌরসভায় সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য হারাগাছ পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হাকিবুর রহমানকে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় মেয়র নির্বাচিত করার আহবাহ জানিয়েছেন বিড়ি মালিক সমিতির নেতারা।
গতকাল বুধবার সন্ধায় হারাগাছ বিড়ি মালিক সমিতি ও উপজেলা আওয়ামীলীগের যৌথ আয়োজনে পৌর সভার তিন নম্বর ওয়ার্ডে গফুরটারী কলোনী গ্রামে নৌকা প্রতীকের নির্বাচনী উঠান বৈঠকে এ আহবান জানানো হয়।
হারাগাছ পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব নাজির হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও মায়া বিড়ির পরিচালক আনোয়ারুল ইসলাম, বিড়ি মালিক সমিতির সদস্য ও কাজল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পরিচালক সিরাজুল ইসলাম, গফুর বিড়ির পরিচালক ও বিড়ি মালিক সমিতির সদস্য মো: নাকিব হোসেন প্রমুখ।
সভায় উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া বলেন, বিগত ৫ বছরে হারাগাছ পৌর এলাকায় স্কুল, কলেজ, মাদরাসায় ও রাস্তাঘাট, ব্রিজ কালভার্টসহ ব্যাপক উন্নয়ন হয়েছে এবং আরো উন্নয়ন কাজ চলামান রয়েছে। পৌর এলাকায় যাদের বাড়ী নাই তাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গৃহহীন পরিবারদেরকে বাড়ী নির্মাণ করে দেওয়া হচ্ছে। বিড়ি মালিক সমিতির নেতারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আহ্বানে হারাগাছ পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে হাকিবুর রহমানকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান তারা।
You must log in to post a comment.