লালমনিরহাটের হাতীবান্ধায় সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তানভীর আজম খান হৃদয়ের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬০টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগ।
বুধবার (২৯ জুন) দুপুরে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬০টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, ভারি বৃষ্টির কারনে তিস্তায় পানি বৃদ্ধির ফলে সিন্দুর্না ইউনিয়নের নিম্নাঞ্চল গুলো প্লাবিত হয়েছে। এতে করে ওই এলাকার অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ওই পানিবন্দি পরিবার গুলোর মাঝে সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তানভীর আজম খান হৃদয় এর উদ্যোগে চাল-৫ কেজি, ১ কেজি ডাল, ২কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন ও ১ লিটার তেল বিতরণ করে সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগ।
এ সময় সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তানভীর আজম খান হৃদয় বলেন, নোয়াখালীর কয়েকজনের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্থ ২৬০টি পরিবার মাঝে খাদ্য সামগ্রী দিতে পেয়ে খুবই ভলো লাগছে। সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় আছে এবং ভবিষ্যতেও থাকবে।