লালমনিরহাটের হাতীবান্ধায় বেসরকারী উন্নয়ন সংস্থা এসোডের বাস্তবায়নে ফ্ল্যাড রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় বন্যা দূর্গতদের চলাচলের সুবিধায় রাস্তা উঁচুকরণ ও মেরামতের কাজ শুরু হয়েছে। এর প্রাকল্পিক ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা।উপজেলার শিংগীমারী ইউনিয়নের ধুবনী ভেরসি মোড় হতে আব্দুল মজিদের বাড়ি পর্যন্ত ৫০০ ফুট দৈর্ঘের রাস্তাটির কাজটি সমাপ্ত হলে ওই এলাকার বন্যা দুর্গত কয়েক হাজার লোকের চলাচলে সুবিধা হবে। রোববার দুপুরে উক্ত উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু।এসময় এসোডের কর্মসূচি সমন্বয়কারী এমদাদুল হক, সংস্থার ফিল্ড অফিসার মমতাজ বেগম, মাঠ সহায়ক নূর ইসলাম, শিংগীমারী ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মোতালেব, সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী ক্র্যার্গের ধুবনী কমিউনিটি সভাপতি মোশারফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।