লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে “সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও নাজির হোসেনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা পারভীন, এসআই মহিদুল ইসলাম প্রমুখ।