সরকারি কর্মচারিদের গ্রেপ্তারে পূর্বানুমতি নেওয়ার বাতিলের রায় আগামী ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে সরকারি কর্মচারিদের গ্রেপ্তারে পূর্বানুমতি নিতে হবে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আপিল বিভাগ এ আদেশ দেন।
এরআগে গত ২৫ আগস্ট সরকারি কর্মচারিদের গ্রেপ্তারে কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়ার বিধান সংক্রান্ত সরকারি চাকরি আইনের ৪১(১) ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করেন হাইকোর্ট।