রাজধানীর গুলশান থানায় মানবপাচারের অভিযোগে দায়ের করা মামলায় সংগীতশিল্পী ইভা আরমানকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৮ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইভা আরমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন ও ব্যারিস্টার অর্পণ চক্রবর্তী। ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন গণমাধ্যমকে বলেন, সম্প্রতি গুলশান থানায় ইভা রহমানের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, ইভা রহমান বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় সংবাদ পাঠিকা হিসেবে কাজ করতেন। সেই সুবাদেই পরিচয় চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে। দু’জনের প্রেম গাঢ় হয়। তারা বিয়েও করেন। পরে ২০২১ সালের ৪ জুন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ইভার। আর ১৭ সেপ্টেম্বর বিচ্ছেদের সার্টিফিকেট হাতে পান তিনি। এরপর ব্যবসায়ী সোহেল আরমানকে বিয়ে করেন এই গায়িকা। দ্বিতীয় বিয়ের পরই নিজের নামের শেষে ‘রহমান’ পদবি মুছে ফেলেন। রহমানের পরিবর্তে নতুন যোগ হয়েছে ‘আরমান’ পদবি। ইভার গাওয়া গানের প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকী’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আধার’, ‘মন থেকে দূরে নও’,’মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’ অ্যালবামের বাছাই করা কিছু গানের ভিডিও চিত্রায়ণ হয়েছে দেশে ও দেশের বাইরে।
শিরোনাম:-
সংগীতশিল্পী ইভা মানবপাচার মামলায় আগাম জামিন পেলেন
-
অনলাইন ডেস্ক:-
- আপডেট সময় : ০৫:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- 82
সম্পর্কিত বিষয় :
জনপ্রিয় সংবাদ