লালমনিরহাট জেলা শাখার জাতীয়তাবাদী যুবদলের দ্বি বার্ষিক সম্মেলন সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় পতাকা,দলীয় পতাকা,দলীয় সঙ্গিত এবং বেলুন উড়িয়ে সন্মেলনের উদ্ভোধন করেন।
সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে দেশের মানুষ এমন ভালো বাসতেন যে, তার মৃত্যুর সময় কেউ রাস্তায় নামেনি। বিচারের দাবি করেনি। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। শেখ হাসিনা দেশকে ও দেশের মানুষকে ভালোবাসেন না। তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই তিনি দেশে ফিরেছিলেন। দেশে ফিরেই কারচুপি করে চোরাই পথে ক্ষমতায় এসেছেন। এখন উন্নয়নের কথা বলে তেলসহ অন্যান্য নিত্ব প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে কোলঠাসা করে রেখেছে দেশের মানুষকে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি (রংপুর বিভাগ) ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। জেলা যুবদলের আহবায়ক সাইদুর রহমান মিঠুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যাদের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, সহ সভাপতি মোহাম্মাদ নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ।
শেষে সন্ধায় জেলায় আগত যুবদলের ডেলিগেটদের ভোটে আনিছুর রহমান ভিপি আনিছ ১৪৯ ভোটে সভাপতি ও হাসান আলী ১৫৫ ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হয়।