কুড়িগ্রাম জেলা পর্যায়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত হয়েছেন।
জানা গেছে,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার পুরস্কার নীতিমালা অনুযায়ী কুড়িগ্রাম জেলা প্রশাসনের অধীন ৪র্থ থেকে ৯ম গ্রেডের কর্মকতা-কর্মচারীদের মধ্যে জেলা পর্যায়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম ২০২১-২২ইং অর্থ বছরের এই শুদ্ধাচার পুরস্কার লাভ করেন। এছাড়া কর্মচারীদের মধ্যে জেলা প্রশাসকের গোপনীয় শাখার কম্পিউটার মুদ্রাক্ষরিক আনিছুর রহমান ও অফিস সহায়ক আব্দুর রহিমকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার-২০২২ প্রদান করা হয়। মনোনীতদের পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেট,একটি ক্রেষ্ট এবং এক মাসের মূল বেতনের সমপরিমান অর্থ দেয়া হয়েছে। শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে অসামান্য অবদান রাখায় রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম এর হাতে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা স্মারক,সনদপত্র ও পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম।
উল্লেখ্য সততা ও নৈতিকতা,সেবা গ্রহিতাদের সেবা প্রদান,পেশাগত দক্ষতা ও তথ্য প্রযুক্তির ব্যবহার,অধস্তন কর্মচারীদের তত্ত্বাবধায়ন,দলগত কাজে সমন্বয়,সময়ানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ,কর্তব্যনিষ্ঠা ও স্ব-প্রণোদিত উদ্যোগ,উদ্ভাবন ও সংস্কার কাজে আগ্রহ,উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এবং শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে তৎপরতা এই ১০টি বিষয়কে শুদ্ধাচার পুরস্কার মূল্যায়ন সূচক হিসেবে বিবেচনা করা হয়।
শিরোনাম:-
রাজারহাট ইউএনও’র জাতীয় শুদ্ধাচার পুরস্কার অর্জন
-
নুরুন্নবী শেখ, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :-
- আপডেট সময় : ০৭:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- 60
সম্পর্কিত বিষয় :
দেশ প্রতিদিন
জনপ্রিয় সংবাদ