রংপুরের পাগলাপীর ঠাকুরপাড়ায় হিন্দু পল্লীতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৪৪ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সোয়েবুর রহমান এ আদেশ দেন। এর আগে ৪৪ জনের পক্ষে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুল হুদা, অ্যাডভোকেট তারেকুজ্জামান ইসলাম ও অ্যাডভোকেট কাওছার আলী। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে।
এদিকে দুপুরে পুলিশী নিরাপত্তায় আসামীদের রংপুর আদালত প্রাঙ্গণে নেয়া হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি পক্ষের আইনজীবীরা আসামিদের মিথ্যা ভাবে পুলিশ এই মামলায় জড়িত করেছে দাবি করে জামিনের আবেদন করেন। কোর্ট সিএসআই জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন। শুনানি শেষে আদালত আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পরে আবারো কঠোর পুলিশি পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়। এসব আসামির মধ্যে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও রংপুর জেলার সাবেক সভাপতি মাওলানা এনামুল হক মাজেদী রয়েছেন।
উল্লেখ্য, ফেসবুকে মহানবীকে (সাঃ) নিয়ে কটুক্তি করার অভিযোগ এনে ২০১৭ সালের ১০ নভেম্বর ঠাকুরপাড়াতে বিক্ষোভ মিছিল হয়। এসময় ওই মিছিল থেকে হিন্দুপল্লীর অর্ধ শতাধিক বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও মালামাল লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় রংপুর সদর ও গঙ্গাচড়া থানায় দু’টি মামলা দায়ের হয়। পরে পুলিশ তদন্ত করে ২২৫ জনের নামে চার্জশিট দাখিল করে। আদালত চার্জশিট গ্রহণ করে আসামীদের নামে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ দেন।
You must log in to post a comment.