রংপুরে শিশু ধর্ষণ মামলায় আইনুল হক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক যাবিদ হোসেন এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।
দণ্ডিত আইনুল রংপুর নগরীর মধ্য বিন্যাটারী এলাকার আমজাদ হোসেনের ছেলে। ভুক্তভোগী শিশুর বাড়িও একই এলাকায়।
আদালতের পিপি রফিক হাসনাইন জানান, ২০০৯ সালের ১০ মার্চ রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির অদূরে বাঁশ বাগানের কাছে যায় শিশুটি। ওই সময় শিশুটিকে পেছন থেকে জাপটে ধরে ধর্ষণ করে আইনুল। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আইনুলকে ধরে পুলিশে দেয়।
এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী শিশুটির বাবা। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেয়।
You must log in to post a comment.