রংপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। রোববার দুপুরে রংপুর ক্রিকেট গার্ডেনে ক্রিকেট ওয়েল ফেয়ার এসোশিয়েশন (কোয়াব) রংপুর আয়োজিত এ টুর্ণামেন্টের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভূঞা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সিটি করপোরেশন এর মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। উদ্বোধনী খেলায় অংশ নেন বেগম রোকেয়া পাইওনিয়ার বনাম ঘাঘট গ্লাডিয়টস একাদশ।
অনুষ্ঠানে উপস্থিত রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, বিসিবি পরিচালক ও রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ারুল ইসলাম প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্ণামেন্ট কমিটির আহবায়ক মাহমুদুর রহমান টিটু। মুজিব শতবর্ষ উপলক্ষে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট সার্বিক ব্যবস্থাপনায় রংপুর সিটি করপোরেশন এবং সার্বিক সহযোগিতায় রংপুর জেলা ক্রীড়া সংস্থা।
You must log in to post a comment.