বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রংপুর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কয়েছে।
বুধবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি দলীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে আসতেই পুলিশ তাদের বাঁধা দেয়। এসময় পুলিশের সাথে তাদের বাকবিতন্ডা হয়। পরে পুলিশি বাঁধায় দলীয় কার্যালয়ে সমাবেশ করে।
রংপুর মহানগর বিএনপির সহ সভাপতি রুহুল আমিন বাবলু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান বিপু, মহানগর ছাত্রদরের সভাপতি নুর হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়ার ইসলাম জিম ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক ফিরোজ প্রমুখ।
You must log in to post a comment.