যশোরের শার্শা উপজেলায় আশানুজ্জামান বাবলু (৪৫) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টার দিকে ইউনিয়নের বালুন্ডা বাজারের চাতালের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ইউপি সদস্য আশানুজ্জামান বাবলু ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ইউনিয়নের মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে। কোপানোর পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেনাপোল পোর্ট থানা-পুলিশ মৃত্যুর তথ্য নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে হত্যার কারণ এবং হত্যাকারীদের সম্পর্কে কিছুই বলতে পারেনি। তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।
দুর্বৃত্তরা ইউপি সদস্য আশানুজ্জামান বাবলুকে কুপিয়ে হত্যার আগে ও পরে বোমা বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেনকে বলেন, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনি বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বাবলুর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।