ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে টবগী রাস্তার মাথা মোহাম্মদিয়া জামে মসজিদের মোয়াজ্জেন আবুল বাসার (৭০) এর উপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে।
জমি নিয়ে বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে সোমবার রাত ১০ টায় মসজিদ থেকে বাড়িতে যাওয়ার পথিমধ্যে স্থানিয় শফিকের দোকানের সামনে শফিকের ছেলে রুবেল (৩০) এ হামলার চালিয়ে গুরুতর আহত করেছে এমন অভিযোগ আহত মোয়াজ্জিন আবুল বাসারের। স্থানীয় লোক আহত আবুল বাসারকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। আহত আবুল বাশার অভিযোগ করে বলেন, হামলাকারী রুবেলের সাথে দীর্ঘদিন যাবত আমাদের জমি নিয়ে বিরোধ চলমান আছে। সেই সূত্র ধরে পূর্ব পরিকল্পিতভাবে আমার উপর অতর্কিত হামলা চালিয়েছে। আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায় তারা। অন্যদিকে অভিযুক্ত রুবেলের কাছে জানতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।