লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চারবারের অমৃত চেয়ারম্যান খতিব উদ্দিন (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ১২.২০মিনিটে ভারতের এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
খতিব উদ্দিন (৬০) উপজেলার সিন্দুর্না ইউনিয়নের উত্তর সিন্দুর্না গ্রামের মৃত মশর মামুদ পন্ডিত এর ছেলে। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাই এ্যাপোলো হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
১৯৯৩ সালে তিনি উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান হন। পরে তিনি চারবার চেয়ারম্যান নির্বাচিত হন।
চেয়ারম্যানের আপন ভাই মোশারফ হোসেন বলেন, বড় ভাই খতিব উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় ভারতে চেন্নাইয়ে মারা গেছেন তার লাশ আইনি প্রক্রিয়া শেষ করে বুড়িমারী স্থল বন্দর দিয়ে নিজ বাড়িতে আনা হবে।
নিউজবিজয়/এফএইচএন