মঙ্গলবার দুপুরের দিনাজপুরের বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক মকসুদা পারভীনের সভাপতিত্বে সিনিয়র সহকারী শিক্ষক রেজাউল আলমের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন সকল শিক্ষকে বিদায় নিতে হবে। তাই সকল শিক্ষকদের দায়িত্ব হলো শিক্ষার্থীদের সঙ্গে ভাল আচরন রাখা বিদায়ী লগ্নে যেন শিক্ষকদের কথা মনে পড়ে শিক্ষার্থীদের। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বানু বেলী, প্রান্তন শিক্ষক জয়ন্ত কুমার ঘোষ, আহসান হাবীব, অবসর বিদায়ী সিনিয়র সহকারী শিক্ষক রেজাউল আলম, শ্রীমহন্ত রায়, সহ আরো অনেকে। এসময় সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।