দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের রাঙ্গালীপাড়া গ্রামের মৃত রফিক খাঁর ছেলে বাক-প্রতিবন্ধী ইব্রাহীম (২২) কে একই এলাকার হানিফার ছেলে ইয়াসিন মিথ্যা ভুট্টা চুরির অপরাধ দিয়ে গত শুক্রবার বিকেলে বেধড়ক মারপিট করলে সে অসুস্থ হড়ে পড়লে গত রবিবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে নজরুলের মৃত্যু ঘটে। এলাকাবাসী মৃত্যুর সংবাদ শুনে দুপুরে ঝাড়বাড়ী সড়ক অবরোধ করে রাখে। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার ঘটনা স্থল পৌঁছে পশমেডাম ও মামলার আশ্বাস প্রদান করলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। এব্যাপারে বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার বলেন পশমেডাম ও মামলার আশ্বাস প্রদানে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।