বরিশাল থেকে ঢাকাগামী এমভি কীর্তনখোলা-১০ লঞ্চের সঙ্গে ঢাকা থেকে হুলারহাটগামী ফারহান-৯ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে কীর্তনখোলা-১০ লঞ্চের দুইযাত্রী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মাস্টার নুরুল ইসলাম।
রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে বৃহত্তর মেঘনা নদীর মাঝেরচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
কীর্তনখোলা লঞ্চ কোম্পানির কাউন্টার ম্যানেজার ঝন্টু রাইজিংবিডি জানান, ঢাকা থেকে হুলারহাটগামী ফারহান লঞ্চটি কুয়াশার মধ্যে কীর্তনখোলা-১০ লঞ্চের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চের নীচতলা ও দোতলার অংশ দুমড়ে মুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন। যেহেতু মাঝ নদীতে ঘটনাটি ঘটেছে তাই আহত যাত্রীদের চিকিৎসার জন্য দ্রুত ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
এদিকে লঞ্চের ব্যবস্থাপক বেল্লাল হোসেন জানান, ফারহান-৯ লঞ্চে কোনো আধুনিক যন্ত্রপাতি না থাকার কারণেই কুয়াশার মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষে কীর্তনখোলা ১০ লঞ্চের উপরিভাগ ক্ষতিগ্রস্থ হলেও তলা ঠিক রয়েছে।
চাঁদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, ঘটনাটি জানার পর মোবাইলে লঞ্চের স্টাফদের সঙ্গে যোগাযোগ করেছি। তবে এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
You must log in to post a comment.