বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে,বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সপ্ন পুরনে কাজ করে যাচ্ছে বদল গাছী উপজেলার ৭নং আধাইপুর ইউ পি চেয়ারম্যান রেজাউল করিম(পল্টন)।
দেশের একটি পরিবার যেন গৃহ হীন না থাকে, প্রধান মন্ত্রীর নির্দেশনায় সকলের প্রচেষ্টায় যেমন গৃহ নির্মাণ ও প্রদান চলমান রয়েছে, তেমনি ইউনিয়ন উন্নয়ন সহয়তা তহবিল থেকে বরাদ্দ দিয়ে প্যালাসাইডিং সহ তাতে রাস্তা সংযোগ দিয়ে উন্নয়নে সহায়তা করেছে আধাইপুর ইউ পি চেয়ারম্যান রেজাউল করিম(পল্টন)।
বদলগাছী উপজেলার আধাইপূর ইউপির জগন্নাথপুর গ্রামের গুচ্ছগ্রামের যাওয়ার রাস্তা মাটির আর বর্ষাকালে ঐ রাস্তায় যাতায়াত করতে চরম দূর্ভোগ পোহাতে হলো এলাকাবাসীকে। সাধারণ জনগণের চলাচলের দূর্ভোগের কথা চিন্তা করে আধাইপূর চেয়ারম্যান রেজাউল করিম পল্টন উন্নয়ন সহয়তা তহবিল হতে জগন্নাথপুর মধ্যপাড়ার আজিজুলের বাড়ী হতে গুচ্ছগ্রাম যাওয়ার রাস্তায় ৪০মিটার এইচবিবি ও রাস্তার সাথে পুকূরের ৪৫মিটার প্যালাসাইডিং নির্মান করেন। এতে বরাদ্দ দেওয়া হয় ৩৯৪২০০টাকা ভ্যাট সহ।
রাস্তা পেয়ে গুচ্ছ গ্রামের বসবাসকারী কফির উদ্দিন বলেন, এখন আর সেই কষ্ট পোহাতে হবেনা।তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছে আর চেয়ারম্যান মেম্বারের চেষ্টায় পুকুরের পার বাধাই সহ ইটের রাস্তা পাইছি।
এবিষয়ে আধাইপুর ইউ পি চেয়ারম্যান রেজাউল করিমের সাথে কথা হলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল সহয়তা (বিজিপি-১) 2021-2022 অর্থ বছরের আওতায় আধাইপুর ইউপি পরিষদের বাস্তবায়নে কাজটি করা হয়।