নওগাঁর বদলগাছীতে ফুসলিয়ে পাটক্ষেতে নিয়ে গিয়ে ৮বছরের শিশু কে ধর্ষণ।এ ঘটনায় আতাহার আলী(৫৫) নামে ১জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।ঘটনাটি ঘটছে বদলগাছীর মিঠাপুরে।
গ্রেফতারকৃত আতাহার আলী (৫৫) বদলগাছীর মিঠাপুরের মৃত মেহেরজানের ছেলে।
মামলাসূত্রে জানাযায়, গত ১৮ই জুন শনিবার বদলগাছী উপজেলার মিঠাপূর ইউপিতে জনৈক গ্রামে দুপুর আনুঃ ২টা ৩০মিনিটের দিকে বাড়ীতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে পার্শবর্তী বাড়ীর আতাহার আলী (৫৫) গ্রাম সম্পর্কে দাদা। খাবার ও টাকা পয়সার প্রলোভনে দেখিয়ে পার্শবর্তী শরিফুলের পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষন করে। সন্ধ্যায় শিশুটির মা বাড়ীতে আসলে শিশুটির প্রস্রাব করতে সমস্যা হলে মা শিশুকে ঔষধ খাওয়ায়। এতে ভালো না হলে মা শিশুকে জিঙ্গেস করলে বলে ঐ দাদা আমাকে পাট ক্ষেতে নিয়ে গিয়ে কোলে করে এমনটা করেছে।
এ ঘটনায় বাদী হয়ে শিশুটির মা ১৯শে জুন রাতে থানায় লিখিত অভিযোগ করলে থানা পুলিশ রাতেই ধর্ষণকে আটক করে থানায় নিয়ে আসে। এব্যপারে সোমবার দুপুরে থানায় একটি ধর্ষন মামলা করা হয়েছে।
এ ব্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রায়হান হোসেন সত্যতা স্বীকার করে বলেন এ ব্যপারে ধর্ষণ মামলা করেছে। শিশুটিকে পরীক্ষা নিরীক্ষার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আজ দুপুরে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়।