নওগাঁর বদলগাছীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে বদলগাছী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন জেলা প্রশাসক জনাব খালিদ মেহেদী হাসান( পিএএ),বিশেষ অতিথি হিসাবে ছিলেন আবু খালেদ বুলু, সভাপতি উপজেলা আওয়ামী লীগ,উপজেলা ভাইচ চেয়ারম্যান ইমামূল আল হাসান তিতু, বদলগাছী উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনে সাব্বির আহম্মেদ ।প্রশিক্ষণশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ,মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলার সকল ইপির চেয়ারম্যান সহ ৫০জন এই কর্মশালায় অংশগ্রহণ করেন।কর্মশালায় বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা আলোচনা করা হয়।