বগুড়া সদর উপজেলায় মশার কয়েলের কারখানায় অগ্নিকাণ্ডে বেলাল হোসেন নামের (২৬) এক শ্রমিক নিহত হয়েছেন।
উপজেলার শিকারপুর এলাকায় আজ শনিবার ভোররাতে এ অগ্নিকাণ্ড ঘটে। বেলাল হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, আজ শনিবার ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের পরই কারখানার গোডাউনে আগুন ছড়িয়ে পরে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে বেলাল হোসেন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বজলুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে দুটি ইউনিট একযোগে কাজ করেছে। অগ্নিকাণ্ডে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
You must log in to post a comment.