আগামী ২৮ ফেব্রুয়ারী প ম ধাপে রংপুরের বিড়ি শিল্প নগরী হারাগাছ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানাধীন হারাগাছ পৌরসভা নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রে নিরাপত্তা ও সাধারন জনগনের নির্বিঘেœ চলাচলের ক্ষেত্রে ভোট গ্রহণের দিনের আগের মধ্যরাত অর্থাৎ ২৭ ফেব্রুয়ারী দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২৮ ফেব্রুয়ারী মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিক-আপ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ২৬ ফেব্রুয়ারী দিবাগত মধ্যরাত ১২টা থেকে ০১ মার্চ সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্টোপলিটন অতিরিক্তি উপ-পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) উত্তম প্রসাদ পাঠকের স্বাক্ষরীত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, এই নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, দেশী/বিদেশী পর্যবেক্ষকদের (পরিচয় পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিপিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী-বিদেশী সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী কাজে যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কাজে ব্যবহারের জন্য ও জাতীয় মহাসড়ক ও জরুরী প্রয়োজনে উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিউজবিজয় / এফএইচএন
You must log in to post a comment.