রংপুরের পীরগাছা উপজেলার চালুনিয়া হতে খালেক মেম্বারের মোড় পর্যন্ত এক কিলোমিটার কাঁচা সড়কের প্রায় দেড়শ ফিট সড়ক ধ্বসে গেছে। অবিরাব বর্ষণে মাদ্রাসা ও আশেপাশের বাড়ির পানি নামতে গিয়ে প্রায় ১০ ফিট প্রস্থ সড়কটি এখন মাত্র দুই ফিটে ঠেকেছে। পায়ে হেঁটে ছাড়া ওই সড়কে বন্ধ রয়েছে রিক্সা-ভ্যানসহ জরুরী সব যানবাহন চলাচল। এতে করে চরম বেকায়দায় পড়েছেন পশ্চিম চালুনিয়া ও আলাদিপাড়া গ্রামের দুই শতাধিক পরিবার। এছাড়াও মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থীদের চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সড়কটি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পীরগাছা-বকসীর দীঘি সড়কের পশ্চিম চালুনিয়া থেকে আলাদিপাড়া আজিজিয়া দ্বি-মূখি দাখিল মাদ্রাসা হয়ে খালেক মেম্বারের মোড় গিয়ে উঠেছে একটি কাঁচা সড়ক। প্রায় এক কিলোমিটার সড়কটি দুই মাথায় ১০ ফিট প্রস্থ হলেও মাদ্রাসা সংলগ্ন নুর মোহাম্মদের বাড়ি হতে প্রায় দেড়শ ফিট সড়ক পাশের পুকুরে ধ্বসে গেছে। মাত্র দুই ফিট বাকি রয়েছে। দীর্ঘদিনেও রাস্তাটি সংস্কার না করায় এমন অবস্থা হয়েছে বলে জানান এলাকাবাসী।
স্থানীয় আলাদিপাড়া আজিজিয়া দ্বি-মূখি দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাসান ইকবাল জুয়েল ওগ্রামবাসী মাওলানা মাহবুব মিয়া, নুর মোহাম্মদ বলেন, গ্রামের ভিতর এ রাস্তাটি অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিনেও সংস্কার না করায় এমন অবস্থা হয়েছে। ওই রাস্তা দিয়ে তিন বা চার চাকার কোন যানবাহন চলাছর করতে পারে না। কত বড় রাস্তা এখন দুই হাত হয়ে গেছে।
আলাদিপাড়া আজিজিয়া দ্বি-মূখি দাখিল মাদ্রাসার শিক্ষার্থী, রোকসানা আক্তার, জসিম উদ্দিন ও কাকলী আক্তার বলেন, ওই পাশে আসা যায় না। রাস্তা ভাঙি পুকুরোত পড়ি গেইছে। ভয় নাগে, কখন পড়ি যাই!
মাদ্রাসার সুপার আব্দুল ওয়াহেদ মিয়া বলেন, ওই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৫শতাধিক মানুষ ও শিক্ষার্থী চলাচল করে। মাদ্রাসা চলাকালীন সময়ে ভয়ে থাকেত হয়। এ গ্রামে কোন দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স কিংবা প্রশাসনের গাড়ি আসতে পারবে না। দুই হাত রাস্তা দিয়ে মোটর সাইকেল নিয়ে চলতেও ভয় লাগে। আমরা দ্রুত রাস্তাটি মেরামত করে পাকা করণের দাবি করছি।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য আফছার আলী বলেন, মাদ্রাসা ও আশেপাশের বাড়ির বৃষ্টির পানি গিয়ে সড়কটি নষ্ট হয়ে গেছে। এখন মাটি পাওয়া দুষ্কর। শুষ্ক মৌসুমে রাস্তাটি সংস্কার করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ওই সড়কটি ইউনিয়ন পরিষদের আওতায় গ্রামীণ কাঁচা সড়ক। স্থানীয় সরকারের আওতাধীন সড়কটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে মেরামত করতে হবে।