পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পীরগাছা উপজেলার তিস্তা নদী বেষ্ঠিত শিবদেব চর নয়ারহাট মানব সেবা যুব সংগঠনের পক্ষ থেকে ২ শতাধিক পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার সকালে তিস্তা নদীর তীরে নয়ারহাট সংলগ্ন এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন, শিবদেব চর নয়ারহাট মানব সেবা যুব সংগঠনের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সাধারন সম্পাদক আব্দুল খালেক, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ বাবলু রেজা, মুকুল মিয়া, আব্দুল মজিদ, আবুল কালাম, সবুজ মিয়া, ইউসুফ মিয়া ও চাঁন মিয়াসহ অনেকে।
তিস্তার চরা লের বাসিন্দা কিছু ব্যবসায়ী ও চাকুরীজীবি দানবীর মানুষের আর্থিক সহায়তায় গড়ে ওঠা অরাজনৈতি ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনটি ২০২১ সাল থেকে পরিচালিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এ বছরও ঈদের আগে চরের অবহেলিত এসব মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ২ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই-চিনি ও সাবান বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
চরের বাসিন্দা কমলা বেগম, কা ন বালা ও জয়নব বিবি বলেন, সবাই ঈদেও কেনাকাটায় ব্যস্ত। হামার চরের মানুষের কেউ খোজখবর নেয় না। এই সংগঠনের পক্ষ থাকি প্রতি বছর সেমাই-চিনি, চাল-ডাল দেয়। এবারও দিলো। ছাওয়াগুলা চরের মানুষের খোজখবর রাখে। কেউ অসুস্থ্য হলে চিকিৎসার টাকা দেয়।