রংপুরের মিঠাপুকুর থেকে চুরি করা দুইটি গরুসহ এক চোরকে আটক করেছে পীরগাছা থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পারুল ইউনিয়নের কিশামত পারুল (তাতিপাড়া) গ্রাম থেকে দুইটি গরু উদ্ধার করে। এসময় চুরির সাথে জড়িত ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে কুখ্যাত গরু চোর মনিরুল ইসলাম (৩৫) কে আটক করা হয়।
থানা পুলিশ জানান, গত ৩১ আগস্ট রাতে মিঠাপুকুর উপজেলার বেতগাড়া গ্রামের সাজু মিয়ার গোয়াল ঘর থেকে একটি গাভী ও দুইটি এড়ে গরু চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানা পুলিশের এসআই মোকছেদ আলীর নেতৃত্বে এসআই এনামুল হক, হিরো কামালসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মনিরুল ইসলামের বাড়ি থেকে দুইটি এড়ে গরু উদ্ধার করে। অপর একটি গরু মনিরুল ইসলাম বিক্রি করেছেন বলে জানা যায়।
এ ব্যাপারে পীরগাছা থানার পারুল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা মোকছেদ আলী বলেন, গরু এবং আটক মনিরুল ইসলাম পুলিশ হেফাজতে আছে। তাকে মিঠাপুকুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে। সেখানে মামলা হবে।