নাটোর রেলওয়ে স্টেশন প্লাটফরমে মালবাহি ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে । মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বলে স্টেশন কতৃপক্ষ জানিয়েছেন।
নাটোর রেলওয়ে স্টেশন মাষ্টার অশোক চক্রবর্তী জানান, রোববার সকালে রেল স্টেশন প্লাটফরমের দক্ষিন পার্শ্বের ডাবতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পার্বর্তীপুর থেকে খুলনাগামী ওই মালবাহি ট্রেনটি(মালগাড়ি) নাটোরের স্টেশন প্লাটফরম অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে। বিষয়টি তাৎক্ষনিক সান্তাহার রেলওয়ে থানাকে জানানো হলে তারা ঘটনাস্থলে রওনা হয়েছেন। নিহত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ও বেশ কিছু দিন ধরে স্টেশন এলাকায় চলাফেরা করতো বলেও জানান তিনি।
You must log in to post a comment.