কুড়িগ্রামের নাগেশ্বরীতে এলাকাবাসীর উদ্যোগে পৌরসভার ৬ নং ওয়ার্ড মেচনিরপার আইডিয়াল স্কুল মাঠে এবং শনিবার বিকালে ৫ নং ওয়ার্ড সাতানী পাড়া এলাকায় এলাকাবাসীর উদ্যোগে দুইবারের সফল পৌর মেয়র আলহাজ্ব আব্দুর রহমান মিয়ার পৌরসভার নির্বাচনী মতবিনিমিয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা, শিক্ষক,ব্যবসায়ী,সংগঠক, শ্রমিক, কৃষাণ-কৃষাণী, কলেজ স্কুল পড়–য়া শিক্ষার্থী, নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন বক্তরা জানান আবারো আমরা আব্দুর রহমান মিয়াকে পৌর মেয়র হিসেবে দেখতে চাই। সকলে মিলে কাঁধে কাঁধ মিলে এগিয়ে আসি, এগিয়ে যাই ভোটরের দ্বারে দ্বারে ভোট চাই।