কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা, নুনখাওয়া,বল্লভের খাস, বেরুবাড়ী, ইউনিয়নসহ নারায়নপুরের গংগাধর ও ব্রম্মপুত্র নদী সংলগ্ন ঝাউকুটির চরসহ দুধকুমর নদ এলাকায় নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। এতে করে মসজিদ মাদ্রাসা,শিক্ষা প্রতিষ্ঠান বসতবাড়ী গাছ পালা ফসলী জমি নদি গর্ভে বিলিনের আশংখ্যা দেখা দিচ্ছে । জমির উপর র্নিভর করে জীবন জাপন করছে এ এলাকার খেটে খাওয়া মানুষ অনেকে নাগেশ্বরী পৌরসভায় বাসা ভাড়া নিয়ে আছে নদী ভাঙ্গনের নিশ্ব পরিবার । স্থানিয়রা বলেন ভাঙ্গন থামছেনা যে কোন মহুর্ত্তে সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলিন হতে পারে। এ ভাবে ভাঙ্গলে আবাদি জমি বসতভিটা সবেই চলে যাবে তাই কতৃপক্ষের কাছে এলাকাবাসির জোর দাবী নদী ভাঙ্গন রোধে জরুরীভাবে পদক্ষেপ নেয়া হোক। যদিও নদী ভাঙ্গন ঠেকাতে বস্তা দেয়া হচ্ছে তবে একদিকে দিচ্ছে অন্য দিকে ভাঙ্গছে বলে জানান তারা। এদিকে জনপ্রতিনিধিরা জানান আমরা চেষ্টা করছি নদী ভাঙ্গন ঠেকানোর।