কুড়িগ্রামের নাগেশ্বরীতে টিএমএসএসের উদ্যোগে ১৩ জানুয়ারী সকালে টিএমএসএস সাহেরা ওয়াসেক হাসপাতাল এন্ড রির্সাচ সেন্টার নাগেশ্বরীতে ৫শত গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও শীতের জামা-কাপর বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন যুগ্ন-পরিচালক সাজ্জাদুর রহমান ডোমেইন প্রধান রংপুর, সহকারী ডোমেইন প্রধান আহসান হাবিব মোহন, কুড়িগ্রাম জোন প্রধান শহিদুল ইসলাম, ডা.খালিদ হাসন স্বাধীন, অ ল প্রধান নাগেশ্বরী রুহুল আমিন, গোকুল বিশ্বাস অ ল প্রধান কুড়িগ্রাম, শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, ডা.মাসুদ রানা প্রমুখ।
You must log in to post a comment.