নাগেশ্বরীতে আবারো পৌর মেয়র হিসেবে দেখতে চায় আব্দুর রহমানকে
শফিকুল ইসলাম শফি নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :-
প্রকাশিত সময় :-
বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আসন্ন পৌরসভা নির্বাচনে জাতীয় পাটির মনোনীত মেয়র পদপ্রার্থী দুইবারের সফল পৌর মেয়র আলহাজ্ব আব্দুর রহমান মিয়াকে ব্যাপক ভোটে বিজয় করে আবারো মেয়র হিসেবে দেখতে চায় জনগন। নির্বাচনী শেষ প্রচার প্রচানায় ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছে বাস্ত সময় পার করছে এ প্রার্থী, সকলের কাছে দোয়া ও ভোট চাইতে রাতে দিনে বের হয়েছে তার নেতা কর্মী ও সুভাকাংখীরা। নির্বাচনী খুলি বৈঠক সহ জনসভা অনুষ্ঠিত হচ্ছে গ্রামে গ্রামে। সকলের দোয়া ও ভোটে আবারো লাংগল মার্কা নিয়ে নির্বাচিত হবেন বলে জানান আলহাজ্ব আব্দুর রহমান মিয়া। জনসভায়
বক্তারা জনান আমাদের লাংগল মার্কা ও রহমান ভাইয়ের বিজয়কে ঠ্যাকাতে আমাদের কর্মীকে অন্যপ্রার্থীর কর্মী আঘাত করার সুযোগ নিচ্ছে কিন্তু কোন লাভ হবেনা। কারো মনের ভোট রহমানের জনপ্রিয়তার ভোট জনগনের ভোট কৃষক শ্রমীকের ভোট সাধারন মানুষের ভোট জোর করে বা টাকা দিয়ে ভয় দেখিয়ে নিতে পারবেনা না না না। বিজয় নিস্চিত ইন্সাআল্লাহ।
You must log in to post a comment.