পবিত্র শবে বরাত ও ভারতে হোলি উৎসব উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দুই দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি ব্যবসায়ী সংগঠন ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কতৃপক্ষ ।
সোমবার (২৯মার্চ) সকালে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে রোববার সন্ধ্যায় পত্র বিনিময়ের মাধ্যমে উভয় দেশের ব্যবসায়ী সংগঠন ও সরকারি সিদ্ধান্তে সোমবার ও মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়। বুধবার আবার যথারীতি শুরু হবে বন্দরের সকল কার্যক্রম।
বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তনিকারক সমিতির সভাপতি পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বলেন, পবিত্র শবে বরাত ও ভারতে হোলি উৎসব উপলক্ষে আজ সোমবার (২৯ মার্চ) চ্যাংড়াবান্ধা স্থলবন্দরকে ও মঙ্গলবার (৩০ মার্চ) বুড়িমারী স্থলবন্দরে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
You must log in to post a comment.