নীলফামারীর ডোমার উপজেলায় হামদ, নাত, গজল ও ইসলামী সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সংগঠনের স্থানীয় কার্যালয়ে প্রতিযোগীতার আয়োজন করে আব্বাস উদ্দিন সংগীত একাডেমি।
সংগঠনের সভাপতি মোতাহারুল হোসেন রফুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সঙ্গীত অনুনাগি নূর ইসলাম বর্ষন। বিশেষ অতিথি হিসাবে, বীর মুক্তিযোদ্ধা ডা. মখদুম ই আযম মাশরাফি (তুতুল), প্রকৌশলী মঞ্জুর উল আলম-দিলু, সঙ্গীত শিল্পী সহিদুল সরকার, শাকিলা ডেনী, কবি ও সাহিত্যিক নারী নেত্রী ডেইজী নাজনীন মাশরাফি নীনা, এ্যাড. মালা জেসমিন প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। প্রসঙ্গত, সুর সম্রাট আব্বাস উদ্দিন সংগীত একাডেমি সুস্থ্য সংস্কৃতি চর্চায় দীর্ঘদিন হতে কাজ করে যাচ্ছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে হামদ, নাত, গজল ও ইসলামী সংগীতের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার ছাত্র/ছাত্রী অংশগ্রহন করেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।