নীলফামারীর ডিমলায় তারুন্যের বাংলাদেশঃ সমস্যা ও সম্ভাবনা শীর্ষক শিক্ষা উদ্দীপনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত।
বুধবার (৬-জানুয়ারী) সকালে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ চত্ত্বরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডিমলার শিক্ষার্থীদের সংগঠন ”পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ডিমলা’র উদ্যোগে ”তারুন্যের বাংলাদেশঃ সমস্যা ও সম্ভাবনা শীর্ষক শিক্ষা উদ্দীপনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নীলফামারী-১(ডোমা-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
”পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ডিমলার আহ্বায়ক এইচ.এম. মেহেদী হাসান বাধনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।
আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার-মিলা সার্কেল) জয়ব্রত পাল, ডিমলা থানার অফিসার ইনচার্জ ওসি সিরাজুল ইসলাম, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী কাঞ্জিলাল রায় জীবন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে বিসিএস ক্যাডার, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকমন্ডলীসহ বিভিন্ন পেশার প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
You must log in to post a comment.