
নীলফামারীর জলঢাকা উপজেলায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে গৌরাঙ্গ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে গড় ধর্মপাল মাঝাপাড়া সর্বজনিন দুুর্গা মন্দিরে। সে ঐ এলাকার অমূল্য রায়ের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় – গৌরাঙ্গ মন্ডবে মহালয়া দেখানোর সময় অসাবধানতা বশত বিদ্যুৎ এর তারে জড়িয়ে যায়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ডোমার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করে মৃত গৌরাঙ্গের বাড়ী গিয়ে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন। ওসি ফিরোজ কবির দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন এবিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।