নিজেদের প্রথম ম্যাচে রাইলি রুশোর ফিফটিতে হেসেখেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দিল খুলনা টাইগার্স। চট্টগ্রামের দেয়া ১৪৫ রানের টার্গেটে ৩৮ বল হাতে রেখেই পৌঁছে গেছে খুলনা। চট্টগ্রামের বোলাররা মাত্র দুই উইকেট নিতে পেরেছেন। মুশফিক ২৮ রানে ও রুশো ৫০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। এর আগে, প্রথম ম্যাচে বড় জয় পেয়ে ফুরফুরে মনে দ্বিতীয় ম্যাচে খুলনার মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টসে হেরে ব্যাট করতে নেমে অপ্রত্যাশিতভাবে খুলনার সামনে ভেঙ্গে পড়ল চট্টগ্রাম। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ তুলেছেন ইমরুল কায়েসরা। খুলনার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৫ রান। খুলনার কোন বোলার বিশেষ কোনো কারুকাজ না দেখাতে পারলেও সবাই মিলে ঠিক জায়গামতো বল করে আটকে রেখেছেন খুলনার ব্যাটসম্যানদের। খুলনার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২৬ রান করেছেন লেন্ডল সিমন্স, দ্বিতীয় সর্বোচ্চ ২৪ এসেছে নাসিরের ব্যাট থেকে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড: অবীশকা ফার্নান্দো, জুনায়েদ সিদ্দিক, নাসির হোসেন, ইমরুল কায়েস, চাদউইক ওয়ালটন, রায়ান বারল, নুরুল হাসান , মুক্তার আলী, রায়দ এমরিত , রুবেল হোসেন, নাসুম আহমেদ, এনামুল হক জুনিয়র, জুবায়ের হোসেন, পিনাক ঘোষ।