যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর জোনাল অফিসের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিদ্যুৎ অফিস চত্বরে ওই গণশুনানিতে অংশ গ্রহণকারী গ্রাহকরা তাদের প্রাপ্তি, প্রত্যাশা, প্রশাসনিক জটিলতাসহ বিভিন্ন সমস্যার কথা অভিযোগ হিসেবে তুলে ধরেন। গ্রাহকদের এসব অভিযোগের বিষয় তাৎক্ষণিক সমাধানের আশ^াস দেয়া হয়। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উপজেলার পরিচালক মোতাহার হোসেনের সভাপতিত্বে রোববারের এ গণশুনানিতে গ্রাহকদের সমস্যার সমাধান দেন জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল লতীফ। এ সময় উপস্থিত ছিলেন, জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, ওয়্যারিং ইন্সপেক্টর নূরুল ইসলাম এবং ইসি মনিররুজ্জামান। ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল লতীফ বলেন, ইতিপূর্বে এ উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন হয়েছে। বর্তমান যে জনবল আছে তাদের দিয়েই চলমান প্রায় ৭০ হাজার গ্রাহকের সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। সরাসরি গ্রাহকদের সমস্যার কথা জানার জন্য প্রতি মাসে অন্ততঃ একবার গণশুনানি অনুষ্ঠিত হবে।