প্রধান নির্বাচন কমিশন কেএম নুরুল হুদা সোমবার যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। উপজেলা পরিষদের হলরুমে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এনআইডি’র প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম ফজলুল কাদের, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, জেলা নির্বাচন অফিসার মো. হুমায়ুন কবির, উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইরুফা সুলতানা, উপজেলা নির্বাচন কমিশনার বজলুর রশিদ প্রমুখ। আগামী ২৮ ফেব্রুয়ারী কেশবপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের রফিকুল ইসলাম মোড়ল নৌকা, বিএনপির আব্দুস সামাদ বিশ্বাস ধানর শীষ ও ইসলামী আন্দোলনের আব্দুল কাদের হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। এ পৌর সভার বর্তমান ভোটার সংখ্যা ২০ হাজার ৭শ ২৫ জন। যার মধ্যে ১০ হাজার ১শ ৮৫ জন পুরুষ ও ১০ হাজার ৫ শ ৪০ জন মহিলা ভোটার রয়েছে বলে জানা গেছে।
নিউজবিজয় / এফএইচএন
You must log in to post a comment.