যশোরের কেশবপুরে কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের উদ্যোগে ৩শ‘৬৯ জন শিশু শিক্ষার্থীর মাঝে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এরমধ্যে বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের ১৮২ জন ও জাহানপুর কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের ১৮৭ জন শিশু শিক্ষার্থী রয়েছে। এই উপকরন বিতরন উপলক্ষে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের সাউথ ক্লাস্টারের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাসের সভাপতিত্বে ৩ এপ্রিল বালিয়াডাঙ্গা চার্চে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক প্রভাষক মশিউর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ স¤পাদক উৎপল দে, প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সিংহ ও উজ্জ্বল দাস, প্রজেক্টের হিসাব রক্ষক জীবন বাড়ৈ, লেবিও গোলদার, এলসিসি চেয়ারম্যান অনুপ বিশ্বাস ও সমাজকর্মী মৃদুল সরকার।
You must log in to post a comment.