যশোরের কেশবপুর-ভেরচী সড়কের জামতলা নামক স্থানে সরকারি রাস্তার গাছ কাটার সময় থানা পুলিশ ৩ ব্যক্তিকে আটক করে। প্রায় ৩৫ হাজার টাকার কড়ই গাছটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় কাঠ বহনকারী নসিমনটি পুলিশ জব্দ করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সূত্রে, গাছ কাটার সাথে জড়িত উপজেলার মাগুরখালী গ্রামের আবু হানিফ (৪০), মনজুর রহমান (৪৫) ও ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মফিজুল ইসলাম (৫২) কে পুলিশ গ্রেফতার করে। একই সাথে ঘটনাস্থল থেকে কাঠসহ নসিমনটি জব্দ করা হয়। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ জসীম উদ্দীন সাংবাদিকদের বলেন, সরকারি রাস্তার গাছ কাটার ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে ৮ জানুয়ারী আদালতে সোপর্দ করা হয়।
You must log in to post a comment.