যশোরের কেশবপুর উপজেলার ঝিকরা বিলে শনি, রবি ও সোমবার এ তিন দিন বৃষ্টির জন্যে ইস্তিসকার নামাজ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এলাকাবাসির উদ্যোগে ৬ গ্রামের হাজারও ধর্মপ্রাণ মুসল্লি উক্ত নামাজ শেষে বৃষ্টি চেয়ে আল্লাহর নিকট দু’হাত তুলে কান্নায় ভেঙে পড়েন। বিলের ভেতর অনুষ্ঠিত নামাজ ও মোনাজাতে অংশ নেন উপজেলার বুড়িহাটি, বারুইহাটি, ফতেপুর, ঝিকরা, পাত্রপাড়া ও শ্রীপুর গ্রামের মুসল্লিরা। পানির অভাবে ফসলি জমি শুকিয়ে যাওয়ার পাশাপাশি পাট জাগ দিতে ব্যাপক অসুবিধার মধ্যে রয়েছে কৃষকরা। অনেক জায়গায় আমন ক্ষেত ফেটে চৌচির হয়ে যাওয়ায় ধান আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আষাঢ়-শ্রাবণ পেরিয়ে ভাদ্র মাসের মাঝামাঝিতেও অনাবৃষ্টি ও তীব্র দাবদাহ চলছে। বৃষ্টির জন্য চারিদিক যেন হাহাকার। স্মরণকালের অসহনীয় এ গরম আর তীব্র দাপদাহে হাঁপিয়ে উঠেছে সর্বস্তরের মানুষ। এই নামাজ ও মোনাজাতে অংশ নেওয়া অনেকে বলেন, ‘তীব্র দাপদাহে থমকে গেছে মানুষের জনজীবন। বৃষ্টির জন্য ছয় গ্রামের ধর্মপ্রাণ হাজারও মুসল্লি এক সঙ্গে বিলের ভেতর তিন দিন দুপুরে রোদের মাঝে ইস্তিসকার নামাজ আদায় সহ রহমতের বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে কান্না জনিত মোনাজাত করা হয়। ।’