যশোরের কেশবপুর উপজেলার ধর্মপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় খোকন দাস (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে যশোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে । ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬ ব্যক্তিকে আটক করেছে। সূত্রে, ৭ মার্চ মৃত বিজয় দাসের ছেলে উক্ত খোকন দাসের সাথে একই গ্রামের বলরাম দাসের ছেলে সুজন দাস, দুলাল দাসের ছেলে পংকজ দাস, গণ দাসের ছেলে বলরাম দাস ও নয়ন দাসের সাথে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে খোকন দাস, তার স্ত্রী মালু দাসি, কালীদাসি ও কেয়াদাস গুরতর আহত হলে তাদের হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় খোকন দাসের মৃত্যু হয়। থানা অফিসার ইনচার্জ জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ৬ জনকে আটক করা হয়।
You must log in to post a comment.