চুকনগর-সাহাপুর সড়কের যশোরের কেশবপুর উপজেলার ওয়াপদা নামক এলাকায় সাতক্ষীরার মন্টু মিয়ার আম বাগান থেকে ফেরার পথে পিকনিকের বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কলাগে। মোটরসাইকেল আরোহী পিতা-মাতার সাথে থাকা শিশু মানসী (৭) পড়ে যায়। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। সূত্রে, দৌলতপুরের দেয়ানা এলাকার পিতা সুজন দাস ও মাতা সাথী দাস শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে কেশবপুরের ভেরচি গ্রামে আত্মীয় বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে এই দুর্ঘটনায় শিশুটির মাতা সাথী দাস মারাত্মকভাবে আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানার ওসি জসীম উদ্দীন সাংবাদিকদের জানান, শিশুটির মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে। বাসটি আটক করা হয়।
You must log in to post a comment.