যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা সুবোধ মিত্র অটিজম স্কুল শিক্ষার্থীদের মাঝে রোটারী অব খুলনা সিটির সাধারন সম্পাদক নাসরিন ইসলাম ১০০ জন শিক্ষার্থীদের মাঝে শনিবার কম্বল ও বই বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন, মঞ্জুর শামিম, মিজানুর রহমান, সুবোধ মিত্র কল্যান ফাউন্ডেশনের দেবী মুন্না ও এ্যাড. মিলন মিত্র প্রমুখ।
You must log in to post a comment.