যশোরের কেশবপুর উপজেলার আগরহাটী গ্রামে কাগজপত্র ছাড়াই অবৈধ ভাবে দীর্ঘদিন যাবত ইটভাটা নির্মান করে ব্যবসা করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেন।একই সাথে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত ভাটাটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর ক্ষমতাবলে ভ্রাম্যমান আদালত বসিয়ে এই নির্দেশনা প্রদান করেন। সূত্রে, উপজেলার আগরহাটি গ্রামের মেসার্স হামজা ব্রিক্সসটি দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়াই ইট তৈরি ও পোড়ানো কার্যক্রম চালিয়ে আসছিল। সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (৪) ধারা মোতাবেক ভাটার ম্যানেজার তপন চক্রবর্ত্তীকে ১ লাখ টাকা জরিমানা প্রদান সহ মুচলেকা নেয়া হয়।