মঙ্গলবার রাতে দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নে ডহচী মধুহাড়ী আশ্রয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি বলেন, গরীব মানুষ যাতে কোনভাবেই শীতে কষ্ট না পায় এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পাশাপাশি শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, কিছু রাজনীতিবিদ শীতে মানুষের পাশে না দাঁড়িয়ে সারাক্ষণ ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর রয়েছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মো. আল কামাহ তমাল, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জিয়াউর রহমান, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, ডাবোর ইউপি চেয়ারম্যান সতেজিৎ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।এর আগে কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পূর্ব সাদিপুর খালপাড়া জামে মসজিদ এর উদ্বোধন ও রামচন্দ্রপুর ইউনিয়নে ঈশানপুর মাষ্টার মার্কেটের উদ্বোধন করেন এমপি গোপাল।
You must log in to post a comment.