রংপুরের কাউনিয়ায় এককেজি গাঁজাসহ রুবেল মিয়া (২২) ও হারাগাছে ৫০০ গ্ৰাম গাঁজাসহ
রশিদুল ইসলাম (২২) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নিজপাড়া এলাকা থেকে রুবেলকে এবং বুধবার দুপুরে উপজেলার হারাগাছ তিস্তার চরাঞ্চল টাংরির বাজার এলাকা থেকে রশিদুলকে আটক করা হয়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় নিজপাড়া এলাকায় একদল পুলিশ অভিযান চালিয়ে কুড়িগ্রাম রাজারহাট উপজেলার বড় চতুরা গ্রামের আব্দুল সোবহানের ছেলে মাদক কারবারি রুবেল মিয়াকে আটক করে। এ সময় তার সাথে থাকা অটো চার্জার তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
অপরদিকে বুধবার দুপুরে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার এসআই জ্যোতিষ চন্দ্র বর্মন অভিযান চালিয়ে টাংরির বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্ৰাম গাঁজাসহ রশিদুল ইসলামকে (২২) গ্রেপ্তার করে। সে সারাই ইউনিয়নের কাচু গ্ৰামের কচিমুদ্দিনের ছেলে।
You must log in to post a comment.